১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় র‌্যাবের অভিযানে ভারতীয় বিড়িসহ ২ চোরাকারবারি গ্রেফতার

প্রকাশিত: জুলাই ২১, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যাব-৯ এর অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ ২ জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সুত্রে জানা যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এএসপি আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত সোমবার কুলাউড়া উপজেলার পেকুরবাজার ও ব্রাহ্মনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২ লাখ পিস পাতার বিড়ি জব্দসহ আব্দুল কাইয়ুম ওরফে সুজা (৪৫) ও মোঃ ফখরুল ইসলাম (৩৮) সহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ২ জন চোরাকারবারির মধ্যে আব্দুল কাইয়ুম ওরফে সুজা কাদিপুর ইউনিয়নের বাগমতপুর এলাকার মৃত আব্দুল আইয়ুব এর ছেলে ও মোঃ ফখরুল ইসলাম ব্রাহ্মনবাজার ইউনিয়নের নাছনী এলাকার মৃত আব্দুল করিম এর ছেলে। পরে র‌্যাব উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে কুলাউড়া থানায় হস্তান্তর করেছে।

2097 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন