প্রকাশিত: জুলাই ২০, ২০২০
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের আর্থিক সহায়তা বিতরন করা হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সহায়তা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত সহায়তা বিতরনীতে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক, এমওএমসিএইচ ডাঃ সুলতান আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী প্রমুখ।
ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে ১ লাখ ৫০ হাজার টাকার বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দপ্রাপ্ত অনুদানের মধ্যে কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১১০ জনের মধ্যে ব্যক্তি পর্যায়ে ৮১ জনকে ১ লাখ ২১ হাজার ৫ শত টাকা ও ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের মধ্যে ২৮ হাজার ৫ শত টাকাসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।