প্রকাশিত: জুলাই ১৯, ২০২০
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দলনেতা, দলনেত্রী, ইউনিয়ন কমান্ডারদের মাঝে বিভিন্ন ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে রোববার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় প্রাঙ্গনে চারা বিতরন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভাঃ প্রাঃ) ছালমা বেগম এর সভাপতিত্বে এবং উপজেলা প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেন এর পরিচালনায় চারা বিতরনী অনুষ্টানে জনপ্রতি ৫টি করে ফলদ ও ঔষধি গাছের ১৪০টি চারা বিতরন করা হয়। অনুষ্টানে বিভিন্ন ইউনিয়নের দলনেতা, দলনেত্রী ও কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন