১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় মোবাইল কোর্টে ২০ হাজার ৫ শত টাকা জরিমানা

প্রকাশিত: জুলাই ১৬, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কুলাউড়া উপজেলার রবিরবাজারে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের অভিযান কালে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্টান খোলা রাখায় ও মুখে মাস্ক না থাকায় ৯ টি মামলায় ২০ হাজার ৫ শত টাকা জরিমানা করে আদায় করা হয়।

ইউএনও জানান, অভিযান কালে ৭ ব্যবসা প্রতিষ্টানকে ১৯ হাজার ৫ শত টাকা ও মুখে মাস্ক না থাকায় ২ জনকে ৫শত টাকা করে ১ হাজার টাকাসহ মোট ২০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

একই সাথে তিনি স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে রবিরবাজারের গরুর হাট পরিদর্শন করেন।

তিনি আরও জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে তাকে সহায়তা করে কুলাউড়া থানার পুলিশ ফোর্স।


ফেইসবুকে শেয়ার করুন
1229 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন