১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কমলগঞ্জে চা-বাগানের উপকারভোগীদের মাঝে প্রচেষ্টার স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী বিতরন

প্রকাশিত: জুলাই ১৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ করোনা পরিস্থিতিতে কমলগঞ্জ উপজেলার ৬ টি চা-বাগানের উপকারভোগীদের মাঝে স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছে এনজিও সংস্থা প্রচেষ্টা।
প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডুকো এর সহায়তায় আলোয় -আলো প্রকল্পের আওতায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগানে গত মঙ্গলবার (১৫ জুলাই) ৩৬০টি পরিবারের মাঝে স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী (ডিটারজেন্ট পাউডার ৭০০ গ্রাম লাইফবয় সাবান ২টি, মাস্ক ২টি, ১২ লিটারের ঢাকনাসহ ট্যাপযুক্ত বালতি ১টি) বিতরণ করা হয়। মাধবপুরে বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি এবং কমলগঞ্জ উপজেলা প্যানেল চেয়ারম্যান রামভজন কৈরী।
উপস্থিত ছিলেন মাধবপুর চা-বাগান পঞ্চায়েত সভাপতি সাধুরাম দাশ, আলোয়-আলো প্রকল্পের কো-অর্ডিনেটর জাহিদুর রহমান, প্রচেষ্টার প্রধান কার্যালয়ের প্রোগ্রাম সমন্বয়কারী মুক্তা রানী দেব, প্রজেক্ট কো-অর্ডিনেটর মশিউর রহমানসহ অন্যান্য কর্মকতাবৃন্দ।


এছাড়া উক্ত প্রকল্পের আওতায় বুধবার (১৬ জুলাই) আলীনগর চা-বাগানের উপকারভোগী ৪৫০টি পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (ডিটারজেন্ট পাউডার ৭০০ গ্রাম লাইফবয় সাবান ২টি, মাস্ক ২টি, ১২ লিটারের ঢাকনাসহ ট্যাপযুক্ত বালতি ১টি) বিতরণ করা হয়।
আলীনগরে বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি এবং কমলগঞ্জ উপজেলা প্যানেল চেয়ারম্যান রামভজন কৈরী।
গনেশ পাত্রের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকি খান, চা-বাগানের সহকারী ম্যানেজার মনির হোসেন, আলীনগর ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক, ইউপি মেম্বার উত্তম গোয়ালা, আলোয়-আলো প্রকল্পের কো-অর্ডিনেটর জাহিদুর রহমান, প্রোগ্রাম অফিসার বিজয় কুমার কৈরী ও প্রভাষ কুমার বিশ^াস, প্রচেষ্টার প্রধান কার্যালয়ের প্রোগ্রাম সমন্বয়কারী মুক্তা রানী দেব, প্রজেক্ট কো-অর্ডিনেটর মশিউর রহমানসহ অন্যান্য কর্মকতাবৃন্দ।
এনজিও সংস্থা প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকি খান জানান পর্যায়ক্রমে পাত্রখোলা চা-বাগানের ৫ শত পরিবার, মদনমোহনপুর চা-বাগানের ২৪০টি পরিবার, দলই চা-বাগানের ৩০৬ পরিবার ও কুরমা চা-বাগানের ৪৫০ পরিবারের মধ্যে একইভাবে স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী সহায়তা বিতরণ করা হবে।

831 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন