প্রকাশিত: জুলাই ১৪, ২০২০
ডেক্স রিপোর্ট: মহামারী করোনা পরিস্থিতিতে কুলাউড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে দুস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ১১ টায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনীতে সভাপতিত্ব করেন কুলাউড়া পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ খুরশেদ আলী। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ নেতা গৌরা দে’র পরিচালনায় ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগ নেতা সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। ত্রাণ কার্যক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় তিনশত দুস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।