প্রকাশিত: জুলাই ১২, ২০২০
অনি চৌধুরীঃ কুলাউড়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী কুখ্যাত চোর সাজেদ (২৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সাজেদ পৌরসভার জয়পাশা এলাকার রজমুল মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসানের নির্দেশনায় রোববার সন্ধায় কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে থানা পুলিশের একটি ফোর্স পৌর এলাকার জয়পাশা এলাকা থেকে সাজেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, সাজেদ একজন কুখ্যাত গরু ও মোটরসাইকেল চোর। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা চলমান রয়েছে।