প্রকাশিত: জুলাই ১২, ২০২০
ডেক্স রিপোর্টঃ নিরাপদ চিকিৎসা চাই, কুলাউড়া উপজেলা শাখার উদ্দোগে রোববার কুলাউড়া শহরের বিভিন্নস্থানে সচেতনতামূলক মাস্ক ও লিফলেট বিতরন করা হয়। সংগঠনের উপজেলা শাখার আহবায়ক মোঃ মুহিবুর রহমান এর নেতৃত্বে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ও লিফলেট বিতরনকালে জনগনকে করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করার ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাস রোগ প্রতিরোধে অগ্রনী ভুমিকা পালনকারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হককে সংগঠনের পক্ষ থেকে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেয়া হয়। কার্যক্রম পরিচালনাকালে সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন আল সালোক, এন.আর. নাজিম, মোঃ আশরাফ আলী সুবেক, সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।