১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার সিদ্দেক আলীর মৃত্যু

প্রকাশিত: জুলাই ১২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:: বাহরাইনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিদ্দেক আলী নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে বাহরাইনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

সিদ্দেক আলী হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের মরহুম রজিব আলীর ছেলে।

জানা যায়, সিদ্দেক আলী বাহরাইনে একটি কোম্পানির গাড়ি চালাতেন। প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে কাজের লোক আনতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে এক দুর্ঘটনায় পতিত হয়ে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু এ প্রতিবেদককে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সিদ্দেক আলীর করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছে। করোনা নেগেটিভ হলে লাশ দেশে আনা হবে।

তিনি আরও জানান, সিদ্দেক আলী গত মার্চ মাসে বাহরাইনে গেছেন।

645 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন