১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর যোগদান

প্রকাশিত: জুলাই ৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এম শাকিল রশীদ চৌধুরী:
মৌলভীবাজার জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে মীর নাহিদ আহসান গত রোববার (৫ জুলাই) নিজ কর্মস্থলে যোগদান করেছেন। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত থাকাবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক আদেশে বদলী হয়ে মৌলভীবাজার জেলায় জেলা প্রশাসক পদে যোগদান করেন।
মীর নাহিদ আহসান ২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা হিসাবে ২০০০ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাষ্টার্স সম্পন্ন করে ২০০৩ সালের প্রশাসন ক্যাডারের নাহিদ আহসান বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি গাজীপুরে সহকারী কমিশনার (ভুমি) পদে, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার পদে, সমাজকল্যান প্রতি মন্ত্রী প্রমোদ মানকিন এর একান্ত সচিব, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জেকক এর পিএস পদে, পদ্মা সেতু প্রকল্পের উপ-পরিচালক পদে ও সর্বশেষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে মৌলভীবাজার জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে বদলী হয়েছেন। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর উপজেলা নিবাসী মীর নাহিদ আহসান বিবাহিত জীবনে ১ কন্যা ও ১ ছেলে সন্তানের জনক।

1219 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন