প্রকাশিত: জুলাই ৬, ২০২০
অনি চৌধুরীঃ কুলাউড়া উপজেলায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যদের এক অভিযানে আমদানী নিষিদ্ধ ১ লাখ পিস ভারতীয় নাসির বিড়িসহ সালেক মিয়া (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক সালেক মিয়া পৃথিমপাশা ইউনিয়নের গড়গাও এলাকার মৃত নওয়াব এর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এএসপি সোমেন মজুমদারসহ র্যাবের একটি আভিযানিক দল কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকায় অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১ লাখ পিস ভারতীয় নাসির বিড়িসহ সালেক মিয়াকে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল ক্যাম্পের মেজর আহমেদ নোমান জাকি জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।