১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় গরু চোরের ২ মূল হোতা গ্রেফতার

প্রকাশিত: জুলাই ৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরীঃ কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়ার থানার ওসি ইয়ারদৌস হাসানের নির্দেশনায় কুখ্যাত গরু চোরের মূল দুই হোতাকে পুলিশ গ্রেফতার করেছে ।
জানা যায়, কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে শনিবার (৪ জুলাই) এসআই সনক কান্তি দাস, নিরঞ্জন তালুকদার ও এএসআই আবু আহমদ সুজনসহ থানা পুলিশ উপজেলার বিভিন্নস্থানে দিনব্যাপী ঝটিকা অভিযান চালিয়ে রাত ৮ টার দিকে চৌধুরীবাজার এলাকা থেকে কুলাউড়ার বাদে মনসুর এলাকার কটন মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩০) ও একই এলাকার ইব্রাহীম আলীর ছেলে সৈকত (২৪)সহ দু’জনকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান আটককৃত ২ জন কুলাউড়ার গরু চোরের মূল হোতা। তাঁদের মধ্যে জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় ১২ টি চুরি, ডাকাতি, খুন ও মাদকের মামলা এবং সৈকতের বিরুদ্ধে গরু চুরি সহ ৩ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ২ জনকে রোববার (৫ জুলাই) সকালে মৌলভীবাজার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে ওসি জানান।

1741 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন