প্রকাশিত: জুলাই ২, ২০২০
অনি চৌধুরী ঃ কুলাউড়া উপজেলায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যদের এক অভিযানে ৯শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্প কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এএসপি সোমেন মজুমদারসহ র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার লালপুর এলাকায় এলাকায় অভিযান চালিয়ে আকমল হোসেন কাবুল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাকে তল্লাশী করে তার কাছ থেকে ৯ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী লালপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এ প্রতিবেদককে জানান, ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে কুলাউড়ায় থানায় সোর্পদ করা হয়েছে।