প্রকাশিত: জুলাই ২, ২০২০
স্টাফ রিপোর্ট :: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের তৃণমূল নেতৃবৃন্দদেরকে নিয়ে কাদিপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি, উদীয়মান ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আরফিনের উদ্যোগে কাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও মহতোছিল আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, কুলাউড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ও কুলাউড়া উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আরাফাত হোসেন ফরহাদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক তারেক আহমদ, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ফয়ছল আহমদ, কাদিপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক এপলু আহমদ, কাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নুল ইসলাম জামাল সহ ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ।