প্রকাশিত: জুলাই ২, ২০২০
অনি চৌধুরী ঃ কুলাউড়া উপজেলায় এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাসুম আহমদ (২০) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) রাতে উপজেলার টিলাগাও ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল বুধপাশা এলাকার ১১ বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে একই এলাকার মাসুম নামে এক ধর্ষক। পরে ২৮ এপ্রিল বাক প্রতিবন্ধী শিশুর পরিবার ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে মাসুম এলাকা থেকে পালিয়ে যায়। বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে পারেনি পুলিশ। অবশেষে গোপনসুত্রের ভিত্তিতে গত বুধবার (১ জুলাই) রাতে উপজেলার টিলাগাও বাজারে কুলাউড়া থানার এস আই আব্দুর রহিম এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। ধর্ষক মাসুম আহমদ কর্মধা ইউনিয়নের বুধপাশা এলাকার মাসুক আহমদের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এস আই আব্দুর রহিম জানান, ধর্ষক মাসুমকে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ও রিমান্ডের আবেদন প্রক্রিয়ধীন রয়েছে।