প্রকাশিত: জুন ৩০, ২০২০
কুলাউড়া প্রতিনিধি :: বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কুলাউড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সাবেক সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল জলিলকে সভাপতি ও যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি, সদ্য যুক্তরাজ্য থেকে ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্টে ডিগ্রি নিয়ে আসা রেজাউল হাসান রাজুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ২ বছরের জন্য ঘোষণা করা হয়েছে।
এছাড়া কমিটিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষকমন্ডলীদের উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে।
কমিটির প্রতিষ্টালগ্ন থেকে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন কুলাউড়ার বর্তমান সংসদ সদস্য, জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
কমিটির উদ্যোগে কুলাউড়ায় মুজিব বর্ষ পালন, জাতীয় শোক দিবসের কর্মসূচী, গত এসএসসি পরীক্ষায় জিপিএ-এ+ প্রাপ্ত সম্মাননা দেয়াসহ করোনাভাইরাস মোকাবেলায় কুলাউড়ার বিভিন্ন কার্যক্রমে থাকবে বলে জানান নবনির্বাচিত কমিটির সদস্যরা।
এ ব্যাপারে সাংসদের পক্ষে স্থানীয়ভাবে দায়িত্ব পালন ও কমিটির সকল কর্মসূচীকে সহযোগিতা করবেন উপদেষ্টা মণ্ডলীর সিনিয়র সদস্য, সাবেক কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নবাব আলী ওয়াজেদ খান বাবু।
এ বিষয়ে কুলাউড়ার সাধারণ জনগণসহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।