প্রকাশিত: জুন ৩০, ২০২০
অনি চৌধুরীঃ কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসানের নির্দেশনায় উপজেলার হাজীপুর ও টিলাগাঁও এলাকা থেকে ৬ চোরকে মালামালসহ আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার এস আই কানাই লাল চক্রবর্তীর নেতৃত্বে সোমবার (২৯ জুন) বিকেলে হাজীপুর ইউপির হাজীপুর বাজার এলাকায় ্রক অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ২টি বৈদ্যুতিক খুটি মূল্য প্রায় (৫০ হাজার টাকা) সহ হেলাল মিয়া, রাজনগর থানার মহলাল গ্রামের বাসিন্দা আলাল মিয়া ও লংলাখাস এলাকার ময়নুল আহমদকে আটক করেন।
এস আই কানাই লাল চক্রবর্তী জানান তারা স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেয়ার কথা বলে এলাকার বহু লোকের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আত্মসাৎ করেছে।
এছাড়া একইদিনে এস আই কানাই লাল চক্রবর্তী ও এস আই আবুল বাসার টিলাগাঁও ইউপির বিজলী এলাকায় অভিযান চালিয়ে লন্ডন প্রবাসি তারেক বখত চৌধুরীর বসতঘরের টিনের চাল কেটে ২৮ জুন রাত ৩ টার দিকে বসতঘরে ঢুকে প্রায় ২৩ হাজার ৯ শত টাকার বিভিন্ন মালামাল চুরি করে পালিয়ে গেলে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় বিজলী এলাকার হেলাল, জুনেদ ও সালাহউদ্দিনকে আটক করেন। পরে তাঁদের স্বীকারোক্তিনুযায়ী তাদের কাছ থেকে চোরাই যাওয়া ১৬ হাজার ৯ শত টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার এস আই কানাই লাল চক্রবর্তী জানান, উভয় অপরাধের পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ও আটককৃতদের মঙ্গলবার (৩০ জুন) সকালে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এ আসামিরা এলাকায় গৃহচুরি ও গরুচুরি করে বলে এলাকাবাসীরা জানান।