১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত পরিবারকে আর্থিক সাহায্য

প্রকাশিত: জুন ২৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরীঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিদ্যুৎস্পৃষ্টে নিহত পরিবারকে সরকারের ত্রান তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায় সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গল উপজেলার আশ্রিদ্রোন ইউনিয়নের রামনগর মণিপুরী পাড়া নিবাসী ২০ বছর বয়সী এক তরুণ বাবু সিংহ কিছুদিন পুর্বে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে উক্ত অসহায় পরিবারকে মৌলভীবাজার জেলা প্রশাসকের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে তার পরিবারকে আর্থিক মানবিক সহায়তা বরাদ্দ করা হয়। এদিকে বুধবার (২৪ জুন) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম তার কার্যালয়ে মৃত বাবু সিংহ’র পিতার হাতে আর্থিক সহায়তা বাবদ ২০ হাজার টাকার চেক তুলে দেন। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

721 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন