১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় মুক্তিযুদ্ধ মঞ্চের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশিত: জুন ২৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্ট :: মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অংশ হিসেবে কুলাউড়া উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৪ জুন) দুপুরে ‘কুলাউড়া পৌরসভা’ প্রাঙ্গণে
কুলাউড়া উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আরাফাত হোসেন ফরহাদ এর তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামিম, কাউসার আহমদ আরিফ, নবনির্বাচিত নবীন লীগের কুলাউড়া উপজেলা সভাপতি সুমন আহমেদ, সৈনিক লীগের কুলাউড়া উপজেলা সভাপতি আব্দুস সামাদ লিমন, নবীন লীগের কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক আহমদ খান, কাদিপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক সুহেব আহমদ এপলু, কাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নুল ইসলাম জামাল, মুক্তিযুদ্ধ মঞ্চ কুলাউড়া উপজেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক আজহার ফাহিম, কাদিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধ মঞ্চের সভাপতি জাহাঙ্গীর আরফিন, মুক্তিযুদ্ধ মঞ্চ জয়চন্ডী ইউনিয়নের সভাপতি রুহুল আমিন রনি মুক্তিযুদ্ধ মঞ্চ উপজেলা নেতা সুমন আহমদসহ মুক্তিযুদ্ধ মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দরা।

673 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন