১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ টাকার শিক্ষা বৃত্তি বিতরণ

প্রকাশিত: জুন ২৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরীঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ২০১৯-২০ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) ১৯ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ৫ রাখ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
উল্লেখ্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত এ সুবিধার আওতায় এ বছর শ্রীমঙ্গল উপজেলাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিশ্ববিদ্যালয়ে পড়ুৃয়া ১৯ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৭৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

760 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন