১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

জৈন্তাপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ রোবেল গ্রেফতার

প্রকাশিত: জুন ২২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরীঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি কামরুজ্জামানসহ একটি আভিযানিক দলের সহযোগিতায় সোমবার (২২ জুন) দুপুরে সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকায় এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফে›িসডিলসহ মোঃ রুবেল (২০) নামে ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ফেরীঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব রোবেলকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৯৮৫ বোতল ফে›িসডিল, ১টি ট্রাক এবং ১ টি মোবাইল উদ্ধার ও জব্দ করে।
গ্রেফতারকৃত রোবেল সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন সুপড়া কান্দি নিবাসী মোঃ বেলাল আহমেদ এর ছেলে। পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সিলেট জেলার জৈন্তাপুর থানায় মামলা দায়ের পূর্বক আসামীকে হস্তান্তর করা হয়েছে।

906 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন