১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গলের রেড জোনে সাধারন ছুটি ঘোষনা

প্রকাশিত: জুন ২২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরীঃ সারাদেশের মতো মৌলভীবাজার জেলার কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার রেড জোন এলাকায় শর্তসাপেক্ষে সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে। গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রনালয়েরে জারীকৃত এক প্রজ্ঞাপনে রেড জোন এলাকায় বর্নিত সময়ের জন্য শর্তসাপেক্ষে সাúÍাহিক ছুটিসহ সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে।
ঘোষনায় উল্লেখ করা হয় গত ১৪ জুন কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলাকে রেড জোন এলাকায় ঘোষনা করা হয়। রেড জোন এলাকার মধ্যে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর, কাদিপুর ইউনয়নের মনসুর এবং কুলাউড়া পৌরসভার মাগুরা ওমনসুর এলাকা এবং শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের ক্যাথলিক মিশন রোড, রুপশপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাইমপুর এবং শ্রীমঙ্গল পৌরসভার কালীঘাট রোড ও শ্যামলী এলাকা। ২১ জুন থেকে ৫ জুলাই পরবর্তী ২১ দিন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রনালয়েরে জারীকৃত প্রজ্ঞাপনে রেড জোন এলাকায় বলবৎ থাকবে বলে জানা গেছে।
কোভিড-১৯ রোগের সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রনে রোগের চলমান ঝুকি বিবেচনায় জন চলাচল/ জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

777 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন