১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় অনলাইন কেনাকাটার নতুন প্রতিষ্ঠান ‘ওয়ান ক্লিক টু বাই’

প্রকাশিত: জুন ২১, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্ট :: কুলাউড়ায় এবার ঘরে বসেই অনলাইনে কেনার সুবিধা নিয়ে চালু হয়েছে ‘ওয়ান ক্লিক টু বাই’। এখান থেকে সহজে পোষাক কেনার সুযোগ রয়েছে।

এই প্রতিষ্ঠানে ন্যায্য মূল্যের, দৈনন্দিন, আকর্ষনীয়, উন্নত মানের ব্রান্ডের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সম্প্রতি যাত্রা শুরু করেছে বলে জানা গেছে। এবং তাদের গ্রুপ পর্যবেক্ষণ করে দেখা যায় অনেক ক্রেতা কাপড় ক্রয় করে অনেক সন্তুষ্টিতাও প্রকাশ করছে প্রতিনিয়ত।

‘ওয়ান ক্লিক টু বাই’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফারহান আলী খান জানান, ‘মফস্বল শহর কুলাউড়ায় বসবাস করে ঢাকা থেকে অনলাইনে শপিং করতে গিয়ে অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রদানের সম্মুখীন হতে হয়, এছাড়াও কাপড়ের গুনগত মান নিয়েও দুশ্চিন্তায় থাকেন। এই দিক বিবেচনা করে আমি নিজ শহর কুলাউড়াতেই একটি অনলাইন শপিংয়ের ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করলাম। বাড়িতে বসেই যাতে স্বল্প সময়েই স্বল্প ডেলিভারি চার্জে ক্রেতারা অনলাইনে শপিং করে সন্তুষ্ট থাকতে পারেন এই লক্ষেই আমাদের কার্যক্রম চলছে। তিনি অর্ডার করার জন্য নিচের ফোন নাম্বারে ফোন দেয়ার অনুরোধ করেছেন। 01712920476

858 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন