প্রকাশিত: জুন ১৯, ২০২০
ডেক্স রিপোর্টঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর নেতৃত্বে এএসপি আফসানসহ একটি আভিযানিক দলের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ জুন) সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় এক অভিযান চালিয়ে সোহেল মিয়া (২৩) নামে ১ জন চোরাকারবারিকে ভারতীয় আমদানী নিষিদ্ধ বিড়িসহ গ্রেফতার করেছে।
র্যাব-সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন লাকেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব সোহেল মিয়াকে আটক করে। পরে তার হেফাজত থেকে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩৩,৫০০ পিস পাতার বিড়ি উদ্ধার ও জব্দ করে। গ্রেফতারকৃত সোহেল সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন লাকেশ্বর নিবাসী মোঃ মনির উদ্দিনের ছেলে। পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় মামলা দায়ের পূর্বক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।