১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়া র‌্যাবের অভিযানে পেশাদার মাদকসহ ব্যবসায়ী সাকিব গ্রেফতার

প্রকাশিত: জুন ১৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরীঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দলের সহযোগিতায় বুধবার (১৭ জুন) মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকায় এক অভিযান চালিয়ে মাদকসহ মোঃ আব্দুর রাহিম সাকিব (২৫) নামে ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন উছলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাহিম সাকিবকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৫৭৩ পিস ইয়াবা, ১ টি মটর সাইকেল ও ১ টি মোবাইল উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাহিম সাকিব মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার কাদিপুর ইউনিয়নের কৌলারশি নিবাসী মৃত আব্দুর রাকিব এর ছেলে। পরে গ্রেফতারকৃতকে উদ্ধারকৃত আলামতসহ র‌্যাব বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

1406 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন