১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় ফ্রান্স প্রবাসী রাজুর উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: জুন ১৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্ট :: কুলাউড়ার উপজেলার গৌরীশংকর ও গাজীপুর দাখিল মাদ্রাসায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১৩৩ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সামাজিক দুরত্ব বজায় রেখে জয়চন্ডী ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘাগটিয়া খাঁনবাড়ির সুযোগ্য সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, তরুণ প্রজন্মের নিবেদিত প্রাণ সাবেক ছাত্র নেতা, ফ্রান্স প্রবাসী সামাদ খান রাজুর পক্ষ থেকে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্বধনা দেওয়া হয়।

সোমবার (১৫ জুন) গাজীপুর দাখিল মাদ্রাসায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনানুস্টানে জয়চন্ডী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর এর কৃর্তি সন্তান বিশিষ্ট সমাজ সেবক, জনাব জুবের আহমদ খাঁন,গাজীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাবুদ্দিন শামীম ও আনজুমানে তালামীযে ইসলামিয়া গাজীপুর আঞ্চলিক শাখার সভাপতি আকাশ আহমেদ প্রমুখ।

1008 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন