প্রকাশিত: জুন ১৫, ২০২০
অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলা শহরের ব্যস্ততম ‘মিলি প্লাজা’ মার্কেট অবশেষে মঙ্গলবার (১৬ জুন) থেকে খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিলি প্লাজা মার্কেটের ব্যবসা প্রতিষ্টানের ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির ৭ নং ওয়ার্ড মিলি প্লাজা মার্কেটের সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নেতা শফিকুল ইসলাম জাহেদ জানান, মার্কেটের এক ব্যবসায়ী করোনায় শনাক্ত হওয়ায় মার্কেটের মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে গত ৭ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মার্কেট বন্ধ রাখার এবং ১৬ জুন থেকে যথারীতি মার্কেট খোলার সিদ্ধান্ত নেয়া হয়। এরই প্রেক্ষিতে ১৫ জুন মার্কেট কর্তৃপক্ষ পুরো মার্কেটে জীবানুনাশক স্প্রে করে মার্কেটকে স্বাস্থ্যবিধিনুযায়ী পরিচালনা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য কুলাউড়া উপজেলার সর্ব বৃহৎ মিলি প্লাজা মার্কেটে ১৬৮ টি ব্যবসা প্রতিষ্টান রয়েছে বলে জানা গেছে।