প্রকাশিত: জুন ১৪, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া নিবাসী বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাজিমুজ্জামান চৌধুরী সাবু রোববার (১৪ জুন) ঢাকায় মিরপুরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)।
মরহুমের স্বজনরা তার লাশ সড়কপথে ঢাকা থেকে কুলাউড়ায় নিজ গ্রামে নিয়ে আসার পর রোববার রাত ৯ টায় তার নামাজে জানাযা সম্পন্নের পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারে আইজিপি’র ষ্টাফ পদে চাকুরীরত অবস্থায় অবসর গ্রহন করে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। তার ৩ সন্তানের মধ্যে ২ সন্তান আমেরিকা প্রবাসী।