প্রকাশিত: জুন ১১, ২০২০
অনি চৌধুরী:: কুলাউড়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মাফিক আহমেদ চৌধুরী (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার রাউৎগাও ইউনিয়নের পালগ্রাম গ্রামের নিজ বাড়িতে বৃহস্পতিবার (১১ জুন) সকালে তিনি মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, গত কয়েকদিন ধরে ঐ বৃদ্ধা সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ অবস্থায় গত বুধবার তার স্বজনরা তাকে নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘ফ্লু সেন্টারে’ গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরে যায়। বৃহস্পতিবার (১১ জুন) সকালে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক জানান, মৃত ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষার জন্য বৃহস্পতিবার দুপুরে নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে।
উল্লেখ্য, কুলাউড়ায় আজ বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।