প্রকাশিত: জুন ১১, ২০২০
এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ১২ জন পুরুষ ও মহিলা নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সনাক্ত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার মধ্য রাতে তাঁদের করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
নতুন করে করোনায় আক্রান্ত ১২ জনের মধ্যে কাদিপুর
ইউনিয়নের মনসুর এলাকার ফাতেমা, রাজু, তাহমিনা, রুমা, নিশাত, নাসির ও সাদিয়া রহমানসহ ৭ জন এবং বরমচাল ইউনিয়নের নন্দননগর এলাকার অংকন চক্রবর্তী, অংকুশ চক্রবর্তী, পপি চক্রবর্তী, ঐশী চক্রবর্তী ও আম্বিয়া চক্রবর্তীসহ ৫ জন। এনিয়ে মোট ১২ জনে কোভিড ১৯ এর পজেটিভ রিপোর্ট গত বুধবার রাত ১ টায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসে পৌছে। এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে।
তাঁদের ১২ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে লকডাউন শিথিল করায় অবাধে স্বাস্থ্য বিধি না মেনে জনসাধারনের অযথা যত্রতত্র ঘোরাফেরার কারনে কুলাউড়া উপজেলায় করোনা (কোভিড-১৯) পজেটিভ রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে।
এব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহন করা না হলে করোনা (কোভিড-১৯) পজেটিভ রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।