৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় সেলসম্যানের অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: জুন ৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলার অলটাইম ব্রেড কোম্পানির সেলসম্যান রাজন বিশ্বাস (২২) এর এক অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে অলটাইম কোম্পানিতে চাকরি করতো বলে জানা গেছে। রাজন উপজেলার বেগমানপুর এলাকার প্রফুল্ল বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাজ শেষ করে বাড়িতে গিয়ে হঠাৎ করে সে অসুস্থ হয়ে মাটিতে ঝুলিয়ে পরে। পরে তার পরিবার তাকে নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

922 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন