প্রকাশিত: জুন ৭, ২০২০
অনি চৌধুরীঃ কুলাউড়া উপজেলায় নতুন করে নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সনাক্ত সমরজিত সিংহকে ‘নগদ’ এর পক্ষ থেকে রোববার উপহার হিসাবে দেশীয় ফল প্রদান করা হয়েছে। কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভান্ডারীগ্রামের সমরজিত সিংহ গত ৪ জুন করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট পাওয়ার পর প্রশাসন তার বাড়ী লকডাউন করে। তিনি কর্মধা ইউনিয়নের কাঠালতলী বাজারে কাঠালতলী ষ্টেশনারী দোকানে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন এর রি-টেইলার (উদ্দোক্তা) এর দায়িত্বে ছিলেন।
করোনায় আক্রান্তের খবর পেয়ে রোববার দুপুরে সমরজিতের বাড়ীতে গিয়ে নগদ অনুমোদিত কুলাউড়া উপজেলার ডিলার পার্বণ কমিউনিকেশনের পক্ষ থেকে সমরজিত সিনহার প্রতি সহানুভুতি স্বরŰপ দেশীয় ফল উপহার প্রদান করেন নগদের ম্যানেজার সুমন দেবনাথ। এসময় নগদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিক্রয় কর্মকর্তা মামুন আহমদ রুবেল ও জাভেদ আহমদ। উপহার সাদরে গ্রহণ করে সমরজিত নগদের কর্মকর্তাদের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নগদ আমার মনোবল বাড়িয়ে দিয়েছে, আমি নগদের প্রতি কৃতজ্ঞ। হোম আইসোলেসনে থাকা সমরজিত বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানান।