১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় এবার ফায়ার সার্ভিসের এক সদস্যসহ ৩ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: জুন ৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী : কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ৩ জন পুরুষ নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সনাক্ত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (০৫ জুন) রাতে তাঁদের করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া হাসপাতাল সূত্রে জানা গেছে। এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জনে। এরমধ্যে ৫ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে।

নুতন করে করোনায় আক্রান্ত ৩ জনের মধ্যে একজন কুলাউড়া ফায়ার সার্ভিসের এক সদস্য (৩৫),কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার মিলি প্লাজার এক ব্যবসায়ী (৪৫) ও অপরজন জয়চন্ডী ইউনিয়নের মিরশংকর এলাকার (৫৫)।

তাঁদের ৩ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

1011 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন