প্রকাশিত: জুন ১, ২০২০
কাওছার ইকবাল ঃ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালের বাইপাস সার্জারী ঢাকাস্থ হার্ট ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে সোমবার (০১জুন) দুপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে। বিকেল ৩টায় অপারেশন শেষে তাকে আইসিইউতে দীর্ঘ সময়ের জন্য রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে পিতার দেখাশোনার দ্বায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক স্বীকৃত তরুণ উদ্যোক্তা তার জেষ্ঠ সন্তান ইসরাত নাহার ইরিনা। অপারেশন উত্তর পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দেশ বিদেশের আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে ইরিনা দোয়া চেয়েছেন।
জানা যায় সহিদ হোসেন ইকবালের হার্টে তিনটি ব্লক ধরা পড়ার পর হার্ট ফাউন্ডেশনে দীর্ঘ প্রায় দু’মাস চিকিৎসা দেয়া হয়। বিশেষজ্ঞ টিম সোমবার সকাল ৮টায় অপারেশন শুরু করে দীর্ঘ ৭ ঘন্টার প্রচেষ্টায় জটিল এ অপারেশন বিকেল ৩টায় সফলভাবে শেষ হয়। পূর্ণাঙ্গ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতে আরো কয়েক ঘন্টার রাখা হয়েছে।