প্রকাশিত: মে ৩১, ২০২০
অনি চৌধুরী ঃ মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় এলাকার সকল শিক্ষা প্রতিষ্টানের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়ে প্রেস বিবৃতি প্রদান করেছেন এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
বিবৃতিতে সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ কুলাউড়া উপজেলায় কৃতিত্বপুর্ন ফলাফলের জন্য উত্তীর্ন শিক্ষার্থীদের অভিনন্দনের পাশাপাশি তাদের উজ্জল ভবিষ্যত ও পরবর্তী শিক্ষাজীবনের সফলতা কামনা করেন। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকমন্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীতে কৃতিত্বপুর্ন ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান ।
অপরদিকে একই সাথে যে সব শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে আগামীতে ভালভাবে উত্তীর্ণ হওয়ার মনোবল নিয়ে ধৈর্য্য ধরে মনোযোগ সহকারে পুনরায় প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তাদের উজ্জল ভবিষ্যত কামনা করেন।