১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

প্রকাশিত: মে ২৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলায় বৃহস্পতিবার (২৮ মে) সকালে সড়ক দুর্ঘটনায় সুমন চৌধুরী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
জানা যায় কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকার নুর নবী চৌধুরীর ছেলে সুমন সকাল ৭ টার দিকে মোটর সাইকেলযোগে উপজেলার ব্রাহ্মণবাজার যাওয়ার পথে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের খুমিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হয়। পরে এক সিএনজি চালক আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা উক্ত যুবককে দেখতে পেয়ে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে কুলাউড়া থানার এসআই রফিক ঘটনাস্থল পরিদর্শন করে জানান মোটরসাইকেল চালক সুমনের মাথায় হেলমেট না থাকায় সে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যায়। তবে কি ভাবে দুর্ঘটনা ঘটেছে তার সঠিক কারন জানা যায়নি বলে তিনি জানান।

1618 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন