৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

সিলেটের সাবেক মেয়র কামরানের স্ত্রীর করোনা শনাক্ত

প্রকাশিত: মে ২৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী, মহিলা আওয়ামী লীগের নেত্রী আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

আসমা কামরান সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে আসমা কামরানেরও নাম রয়েছে।

এর আগে বুধবার সকালে নগরের ছড়ারপাড়ের বাসা থেকে আসমা কামরানের নমুনা সংগ্রহ করেন ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের স্বাস্থ্যকর্মীরা। রাতে শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

রাতে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ নিজের ফেসবুকে অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ভাইয়ের স্ত্রী, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান ভাবি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাবির দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করছি।

বুধবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজের উপ-পরিচাপলক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।

শনাক্ত হওয়াদের বেশিরভাগই সিলেট মহানগর ও সদর উপজেলার জানিয়ে ডা. হিমাংশু লাল রায় বলেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, গোলাপগঞ্জে তিনজন, জকিগঞ্জে চারজন, জৈন্তাপুরে ৬ জন, কানাইঘাটে দুজন, ফেঞ্চুগঞ্জে একজন এবং ওসমানীনগরে দুইজন। বাকি ২৪ জনই মহানগর ও সিলের সদর উপজেলার বাসিন্দা। এদের একজন রাজনীতিবিদ, দুজন চিকিৎসক, তিনজন পুলিশ, একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।

এরআগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়।

এনিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট আক্রান্ত ৭৬২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৮ জন, সুনামগঞ্জে ১১৩ জন, হবিগঞ্জে ১৬৪ জন ও মৌলভীবাজার জেলায় ৯৭ জন। এখন পর্যন্ত এই রোগে মারা গেছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯১ জন। হাসপাতালে ভর্তি আছেন ২০৪ জন করোনা রোগী।

1054 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন