প্রকাশিত: মে ২৩, ২০২০
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলায় মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষে এবং মানুষের স্বাস্থ্য ঝুকি বিবেচনায় ঈদের পরদিন থেকে কুলাউড়া উপজেলার জরুরী সেবা ব্যতিত সকল প্রকার দোকানপাঠ ৩০ মে পর্যন্ত বন্ধ রাখার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসন থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন শনিবার এক গণবিজ্ঞপ্তি জারী করে কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষে এবং জেলার মানুষের স্বাস্থ্য ঝুকি বিবেচনায় মৌলভীবাজার জেলার হাসপাতাল, ফার্মেসী এবং জরুরী সেবা ব্যতিত সকল প্রকার দোকানপাঠ/প্রতিষ্টান (জরুরী পরিসেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতাবহির্ভূত থাকবে) ঈদের পরদিন থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। গণবিজ্ঞপ্তিতে জনস্বার্থে জারী করা এ আদেশ অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়।