প্রকাশিত: মে ২২, ২০২০
বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়ায় মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারে মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে লতিফি হ্যান্ডস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের চাতলগাঁও গ্রামে ১০০ কর্মহীন পরিবারে ঈদ উপহার হিসেবে ৯ পদের সামগ্রী বিতরন করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী , লুঙ্গি,শরবতের ট্যাং,তৈল,সেমাই, চিনি,দুধ,চাপা, বিস্কুট সহ নগদ অর্থ সহায়তা করা হয়।
প্রখ্যাত ওলীয়ে কামীল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলীর উদ্যোগে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত লতিফি হ্যান্ডস’র পক্ষ থেকে একদল তরুণ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১২ মে ১২ পদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় লতিফ হ্যান্ডস পক্ষ থেকে যা দ্বিতীয় দফায় ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে অস্বচ্ছল পরিবারে।