প্রকাশিত: মে ২১, ২০২০
এস আর অনি চৌধুরী :: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী নিয়ে ছুটছেন কুলাউড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপার্থী ইমন আহমদ রইছ।
বৃহস্পতিবার ইমন আহমদ রইছের ব্যক্তিগত পক্ষ থেকে পৌর শহরের ৫ নং ওর্য়াডের দুই শতাধিক পরিবারেকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন কুলাউড়া উপজেলা (জাসদ) ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল মিন্টু, পৌর বালিকা বিদ্যালয়ের শিক্ষক রাহাতুল ইসলাম, কেবিসি নিউজের স্টাফ রিপোর্টার মহি উদ্দিন রিপন,সুমন আহমদ প্রমুখ।
খাদ্য সামগ্রী দেয়া প্রসঙ্গে ইমন আহমদ জানান, করোনার মতো ভয়াবহ দূর্যোগে অধিকাংশ মানুষ আজ কর্মহীন তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ৩য় দফায় ৫ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আগামীতেও এমনি দুস্থ অসহায় মানুষের কল্যাণে আমার এমনি কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এর আগেও সম্ভাব্য কাউন্সিলর পদপার্থী ইমন আহমদ রইছ ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার কর্মহীন ও অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।