প্রকাশিত: মে ২১, ২০২০
আপডেট:
অনি চৌধুরী কুলাউড়া উপজেলাধীন কমর্ধা ইউনিয়নের বাবনিয়া হাসিমপুর নিজামিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমী ভবনের ২য় ও ৩য় তলার উর্দ্ধমুখী সম্প্রসারন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষে বৃহস্পতিবার (২১ মে) প্রকৌশলী, ইউপি চেয়ারম্যান, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর বরাদ্ধকৃত ৮৫ লাখ টাকা ব্যয়ে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২য় ও ৩য় তলার উর্দ্ধমুখী সম্প্রসারন কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসুত্রে জানা গেছে।
ভিত্তি প্রস্তর স্থাপন ও নাম ফলক উম্মোচন অনুষ্টানে এমপির পক্ষে উপস্থিত ছিলেন উপসহকারি প্রকৌশলী মোঃ আফজাল হুসেন ও সাংসদের অফিস সহকারী শেখ রুহেল আহমদসহ পাচ সদশ্য বিশিষ্ট মাদ্রাসা তদারকি কমিটি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মধা ইউপি চেয়াম্যান এম এ রহমান আতিক, মেম্বার মুহিব আহমদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান নজিব আলী, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) আব্দুল মালিক, মাদ্রসা সুপার মাওঃ আহসান উদ্দিন, তারা মিয়া, মখলিছুর রহমান, কাদির মিয়া, রাঙ্গিছড়া বাজার কমিটির সহ-সভাপতি মায়া মিয়া, ছয়ফুল মিয়া, ওয়ার্ড যুবলীগ সভাপতি হান্নান মিয়া প্রমুখ। অনুষ্টানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান নজিব আলীকে সভাপতি ও কর্মধা ইউপি চেয়াম্যান এম এ রহমান আতিককে সম্পাদক এবং আব্দুল মালিক, মুহিব আহমদ ও তারা মিয়াকে সদস্য করে মাদ্রাসা মনিটরিং কমিটি গঠন করা হয়। পরে মোনাজাত পরিচালনা করেন মাওঃ আহসান উদ্দিন।