প্রকাশিত: মে ১৮, ২০২০
স্টাফ রিপোর্ট :: কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজার ও ভুকশিমইল ইউনিয়নে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ বাস্তবায়নে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ত্রাণের পাশাপাশি বরাদ্দকৃত উপকারভোগীদের মাঝে টিআর এবং কাবিটা প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরের ১ম কিস্তিতে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।
সোমবার ব্রাম্মণবাজার ইউপি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৬ জন উপকারভোগীদের মধ্যে সৌর বিদ্যুৎ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন ।
বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এমপির বিশেষ সহকারি সোহেল আহমদ,যুবলীগ নেতা বিমলেন্দু সেন কৃষ্ণ, ইউপি মেম্বার জায়েদুল হক মোস্তাকিন, আ.লীগ নেতা সেলিম আহমদসহ অন্যান্য ইউপি সদস্য প্রমুখ।
অন্যদিকে রবিবার ভুকশিমইল ইউপি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪২ জন উপকারভোগীদের মধ্যে সৌর বিদ্যুৎ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মনির আহমদ। বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সদস্য ফরহাদ আহমদ উস্তার, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম জাহেদ,কুলাউড়া উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আহবাব হোসেন রাসেল, এমপির বিশেষ সহকারি সোহেল আহমদ, ইউপি যুবলীগের সাবেক সভাপতি এনামুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদির, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুজেল আহমদ প্রমুখ।