প্রকাশিত: মে ১৬, ২০২০
ডেক্স রিপোর্টঃ শ্রীমঙ্গল উপজেলায় কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৫ শত চা শ্রমিক পরিবারের মাঝে জি আর চাল বিতরণ করা হয়েছে। কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শনিবার (১৬ মে) সকালে চা জনগোষ্ঠীর মাঝে চাল বিতরন করেন প্রধান অতিথি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। কালিঘাট ইউনিয়নের ৯টি চা বাগানের ৫ শতজন চা শ্রমিকদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে বিতরনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।
এছাড়া অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জুয়েল প্রমুখ।