৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় অসহায়দের পাশে পুলিশের ‘মানবতার আধার’

প্রকাশিত: মে ১৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরীঃ কুলাউড়া থানা পুলিশের আয়োজনে গরীব ও অসহায় মানুষের সাহায্যের জন্য “মানবতার আধার” নামে এক মহতী কার্যক্রম চালু করা হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় ‘গরীব-দুঃখির খোঁজ করি, যথাস্থানে পেশ করি, সামর্থ্য অনুযায়ী সাহায্য করি’ এ শ্লোগানকে সামনে রেখে কুলাউড়া থানা প্রাঙ্গণে শনিবার (১৬ মে) উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর।
করোনা দূর্দিনে দুঃস্থ, অভাবী মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য মানবিক পুলিশিং কার্যক্রমে থানা প্রাঙ্গণে প্রাথমিকভাবে ৫০ জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ থানার সকল অফিসারগন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে মানবতার আধারের কার্যক্রমে অসহায়-কর্মহীন মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ চলমান থাকবে।

519 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন