৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

সিলেট শহরে এন এস এস এর সৌজন্যে ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত: মে ১৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ এনজিও পরিচালিত নিঃস্ব সহায়ক সংস্থা এন.এস.এস এর উদ্যোগে ও কোবা ইউএসএ এর আর্থিক সহযোগিতায় বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে দূর্যোগপূর্ণ অবস্থায় সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় ৬৫টি পরিরারের মধ্যে বুধবার ত্রাণ এবং নগদ অর্থ বিতরন করা হয়েছে। সিলেট শহরের আম্বরখানা, খাদিমপাড়া ও মজুমদারি এলাকায় প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রত্যেক পরিবারকে চাল,ডাল, পিয়াজ, তেল, আলু ও লবনসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ এবং পরিবার প্রতি নগদ ৫০০ টাকা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে নিস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক ‘জামিল আহমদ চৌধুরী’ বলেন আমাদের উচিত অসহায় জনগণের খবরাখবর রাখা ও বিভিন্ন এনজিও সহ বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানো। এছাড়া বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর ‘ফজলে মাওলা চৌধুরী, সদস্য আজিজুন্নেছা চৌধুরী। ত্রান বিতরনে সহায়তা করেন সংস্থার সদস্য প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন, ফাহিম আহমদ চৌধুরী, গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।

762 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন