২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

সিলেট শহরে এন এস এস এর সৌজন্যে ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত: মে ১৫, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ এনজিও পরিচালিত নিঃস্ব সহায়ক সংস্থা এন.এস.এস এর উদ্যোগে ও কোবা ইউএসএ এর আর্থিক সহযোগিতায় বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে দূর্যোগপূর্ণ অবস্থায় সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় ৬৫টি পরিরারের মধ্যে বুধবার ত্রাণ এবং নগদ অর্থ বিতরন করা হয়েছে। সিলেট শহরের আম্বরখানা, খাদিমপাড়া ও মজুমদারি এলাকায় প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রত্যেক পরিবারকে চাল,ডাল, পিয়াজ, তেল, আলু ও লবনসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ এবং পরিবার প্রতি নগদ ৫০০ টাকা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে নিস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক ‘জামিল আহমদ চৌধুরী’ বলেন আমাদের উচিত অসহায় জনগণের খবরাখবর রাখা ও বিভিন্ন এনজিও সহ বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানো। এছাড়া বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর ‘ফজলে মাওলা চৌধুরী, সদস্য আজিজুন্নেছা চৌধুরী। ত্রান বিতরনে সহায়তা করেন সংস্থার সদস্য প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন, ফাহিম আহমদ চৌধুরী, গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।


ফেইসবুকে শেয়ার করুন
1014 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন