১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ায় যৌথ বাহিনীর মোবাইল কোর্ট

প্রকাশিত: মে ১১, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে সোমবার বাংলাদেশ সেনাবাহিনী ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার রবিরবাজার এলাকায় যৌথ বাহিনীর এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি আদেশ অমান্য করা ও সামাজিক দুরত্ব বজায় না রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মোটর সাইকেল চালককে সড়ক ও পরিবহন আইনে ও অযথা ঘোরাঘুরি করার অপরাধে নারী-পুরুষসহ ৭ জনকে মোট ৫ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল চালক রবিরবাজারের জমশেদ ও রতন, ইটাহরীর পাবেল ও ইমরান, ও খোকন, পৃথিমপাশার মারুফ ও কর্মধার আমিনুল ইসলামসহ ৬ জনকে ৪ হাজার টাকা এবং মাস্ক না পরা ও অযথা ঘোরাঘুরি করার অপরাধে কানাইটিকরের শাহেদা বেগম, রবিরবাজারের ইউছুফ, ফারুক, আব্দুল কালাম, সাহেনা ধামুলীর জায়েদ ও ইটাহরির সাইদ শাওনসহ ৭ জনকে ১ হাজার ৬ শত টাকসহ ১৩ জনকে মোট ৫ হাজার ৬ শত টাকা অর্থদন্ড করে আদায় করা হয়।

3609 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন