৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ায় আরো ২৬৫০ পরিবারের জন্য খাদ্য সহায়তা বরাদ্ধ

প্রকাশিত: মে ৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ ও কর্মহীন মানুষের মধ্যে সরকারীভাবে বরাদ্ধকৃত খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের আওতায় শুক্রবার (৮ মে) মৌলভীবাজার জেলা প্রশাসন থেকে আরো ২ সহস্রাধিক পরিবারের জন্য চাল ও নগদ টাকা বরাদ্ধ করা হয়েছে বলে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
মৌলভীবাজার জেলা প্রশাসন থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় কুলাউড়া উপজেলার জন্য শুক্রবার পর্যন্ত ৯ম ধাপে আরো ২ হাজার ৬ শত ৫০ পরিবারের জন্য ২৬.৫০০ মেঃ টন চাল ও নগদ ৮৫ হাজার টাকা বরাদ্ধ করা রয়েছে। এনিয়ে কুলাউড়া পৌরসভাসহ ১৩ ইউনিয়নে মোট ২০ হাজার ৬০০ শত পরিবারের জন্য ২০৬ মেঃ টন চাল ও নগদ ৯ লাখ ২৪ হাজার ৫ শত টাকা বরাদ্ধ দেয়া হয়েছে বলে জেলা প্রশাসনসুত্রে জানা গেছে।

742 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন