প্রকাশিত: মে ৫, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় আরো ১ জন নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সনাক্ত হয়েছেন বলে জানা গেছে। করোনাভাইরাসে সনাক্ত উক্ত ব্যক্তি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী (সিএইচসিপি)। মঙ্গলবার সকাল ১১ টার তার করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌছার পর আক্রান্ত স্বাস্থ্যকর্মীর কুলাউড়া শহরের বাসা লকডাউন করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়। পরে করোনা পরীক্ষার পর মঙ্গলবার (৫ মে) তার রিপোর্ট পজেটিভ আসে। কুলাউড়া উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে তার বাসায় হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য ইতিপুর্বে কুলাউড়া উপজেলায় কুলাউড়া থানা পুলিশের ৩ সদস্য ও কাদিপুর ইউনিয়নের ফরিদপুর এলাকায় একই বাড়ীর ৩ জনের করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আসায় তাদের মধ্যে পুলিশ ৩ সদস্যকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ও ফরিদপুর গ্রামের ৩ জনকে নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসা প্রদান করা হচ্ছে। করোনা সনাক্ত পুর্বের ৬ জন সবাই সুস্থ রয়েছে। এনিয়ে কুলাউড়া উপজেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭ জনে উন্নীত হয়েছে।