১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় লকডাউন লংঘনের অপরাধে মোবাইল কোর্ট

প্রকাশিত: মে ৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান এর নেতৃত্বে রোববার বাংলাদেশ সেনাবাহিনী ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার মৌলভীবাজার–কুলাউড়া রোডে যৌথ বাহিনীর এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি আদেশ অমান্য করে লকডাউন লংঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ট্রাক, পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলসহ ৯ যানবাহন চালককে সড়ক ও পরিবহন আইনে ও দোকান খোলার রাখার অপরাধে ১ দোকানীকে দন্ডবিধি ১৮৬০ ধারায় মোট ৬ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারী আদেশ অমান্য করে মৌলভীবাজার–কুলাউড়া রোডের লোহানী এলাকায় অভিযান চালিয়ে ট্রাক চালক কোম্পানীগঞ্জের সফিকুল ইসলামকে ১ হাজার টাকা, পিকআপ চালক দানাপুরের সায়েম ৫ শত টাকা ও টেংরাবাজারের জোনেল আহমদ ৫ শত টাকা, প্রাইভেট কার চালক টিলাগাও এর রায়হান মিয়া ৫ শত টাকা, মটর সাইকেল চালক মৌলভীবাজারের মশিউর রহমান ৫শত টাকা, লোহাউনির মনির মিয়া ৫ শত টাকা, মৌলভীবাজারের সামিউল হোসেন ১ হাজার টাকা ও শাহাদত মিয়া ১ হাজার টাকা, সিএনজি চালক কুলাউড়ার আকমল হোসেন ৫শত টাকা এবং টিলাগাও এলাকার মুন্না টেইলার্সকে ৩ শত টাকাসহ মোট ৬ হাজার ৩শত টাকা অর্থদন্ড করে আদায় করা হয়।

3981 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন